প্রথম তুমি-আমেনা ফাহিম

0
99

প্রথম তুমি -আমেনা ফাহিম

প্রথম যেদিন ছুঁয়েছিলে আমায়,,,,,,
আমি তখন পূর্ণ কিশোরী, বয়স আমার পনেরো ছুঁই ছুঁই
ফাগুনের শীলা বৃষ্টিরর মত, হঠাৎ করে এসেই আমার
হাতের মুঠোয় এক টুকরো, কাগজ গুজে দিয়ে বলেছিলে
ক্ষমা করে দিও আমায়,,,,,,,
যদিও তোমার চোখে চোখ রেখে, প্রনয়ের ভাষা কিছু পরেছিলাম
তবুও প্রথম শিহরণে চমকেছিল আবেগ, আশ্চর্য আনন্দ পেলাম
সবার অগোচরে বড্ড সাহস জুগিয়ে,কাগজ খানা খুলেছিলাম
তোমার হাতের লেখনি টুকু আজও আমার চোখে স্পষ্ট
“আমি তোমাকে ভালবাসি
আমি তোমাকে ভালবাসি
আমি তোমাকেই ভালবাসি”
যেভাবেই হোক,,,যোগাযোগ রেখ।।।।।।।।।।।
যদি কবুতরের ডানায় পত্র বেঁধে দিতে পারতাম,,,,,হয়ত যোগাযোগ হত,
প্রথম যেদিন যোগাযোগ হলো, টেলিফোনের ও পাশে তোমার
অবুজ প্রশ্নাবলীর ছড়াছড়ি,,,আমি কথা দিয়েছিলাম।।।।।।।।
প্রথম যেদিন দেখতে চাইলে আমায়,,,,,
মনের আকাশে রঙ্গিন মেঘেরঘটা,,আমি নীল শাড়ী পরেছিলাম
তুমি ফুলহাতা শার্ট পরে,,এক গুচ্ছ বাহারি ফুল হাতে
ঐ পাহাড়ি রাস্তার ধারে দাড়িয়েছিলে।।।।।।।
প্রথম যেদিন কাঁদিয়েছিলাম তোমায়,,,
আর আমি সেঁজেছিলাম বিলাসি বাসরে
গোটা পৃথিবী আমায় করেছে অভিশপ্ত,,,, তুমি করোনি।।।।।
প্রথম যেদিন বলেছিলাম তোমায় ভালোবাসি,,,
তখন আমার চৈত্রমাস,,,জিবন আমায় করেনি ক্ষমা
দুই পৃথিবীর ব্যবধান যে অসীম।।।।।।।।।
প্রথম যেদিন চেয়েছিলাম তোমায়,,,,,
বক্ষে আমার ক্লান্ত পাখিদের ভীড়,,,আমি আলসে বিকেলের সঙ্গী
ডানা ঝাপটানোর শক্তি, সাহস কোনোটাই আমার নেই।।।।।।।
আজও সবকিছুর শুরুটা আমার তোমাতেই,,,,,শেষটাও
জিবনের সাথে জিবনের সমাপ্তি তো হলোনা
আত্মার সাথে জেন আত্বার সাধন হয়।।।।।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here