দিনাজপুরে চিড়িয়াখানার মত খাঁচায় বন্দি করে রেখেছে এক কন্যা শিশুকে। অন্য কেউ নয় গর্ভধারিনি মা নিজেই এ কাজটি করেছে। একটি বিশেষ রোগে আক্রান্ত হওয়ার কারনে খাঁচায় বন্দি করে রেখেছেন শিশুটিকে। আশপাশের শিশুরাও খেলতে চায়না তার সাথে। পরিবারটি হত দরিদ্র হওয়ায় এ অবস্থার সৃস্টি হয়েছে শিশুটির। আর চিকিৎসকরা বলছেন দ্রুত ভালো চিকিৎসা সেবা পেলে শিশুটি স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
এই বয়সে হেসে খেলে বেড়ানোর কথা থাকলেও শিশুটি আজ খাঁচায় বন্দি। স্কুল তো দুরের কথা গ্রামের বাচ্চারাও খেলতে চায়না ৬বছর বয়সী এই নুরে জান্নাতের সাথে। এমন হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়েছে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দক্ষিন জয়দেবপুর গ্রামে। শারীরিক ভাবে অন্য দশজন স্বাভাবিক শিশুর মত সে। কিন্তু বিশেষ এক রোগের (সেরিব্রাল পলসি) কারনে কিছুক্ষন পরপর বিচলিত হয়ে নিজের শরীরে নিজে আঘাত করেতে থাকে সে। ফলে শরীরের বিভিন্ন জায়গায় তৈরী হয়েছে ক্ষত চিহৃ। সবচেয়ে বেশি আঘাত করে তার নিজ মূখমন্ডলে। ফলে সবসময় রক্তাক্ত অবস্থায় থাকে তার মুখ। বাবা কৃষি শ্রমিক তাই স্বল্প আয়ে উন্নত চিকিৎসা করাতে পারছেনা। অপরদিকে মা বাধ্য হয়েই কোমড়ে দড়ি বেধে তাকে খাচায় বন্দি করে রাখে।
নুরে জান্নাতের বাবা সিদ্দিক আলী ও মা ফেন্সিআরা সন্তানের জন্মের পর থেকেই চিকিৎসার জন্য শেষ করেছে নিজেদের সর্বস্ব। একমাত্র কন্যা শিশুকে নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন এই পরিবারটি। এমন শিশুদের সরকারী ভাবে বিভিন্ন সহযোগিতা দেয়া হয়। তবে এখন পর্যন্ত তারা কোন সরকারী সহযোগিতা পায়নি।
এ বিষয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. শুভ মুখার্জী জানান, এ ধরনের শিশুদের অবহেলা না করে সঠিক চিকিৎসার মাধ্যমে অন্যান্য বাচ্চাদের মত স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনা সম্ভব। নুরে জান্নাত অন্যান্য শিশুদের মত সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করবে এমনটাই প্রত্যাশা তার বাবা মায়ের।