কুমিল্লায় প্রান হারানো জলঢাকার ১৩ শ্রমিকের এলাকায় নিদারুণ শোকের মাতম। লাশ জলঢাকায় পরিবারের কাছে হস্তান্তর।

0
0

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে কয়লা বোঝাই ট্রাক উল্টে প্রাণ হারানো ১৩ শ্রমিকের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। নিহত শ্রমিকদের বাড়িতে এখন চলছে কান্না,আহাজারি সহ নিদারুণ শোকের মাতম।অনেক পরিবার সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা।তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওইসব এলাকাসহ গোটা জেলা।

তবে এ ঘটনায় শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত নিহতদের পরিবার তাদের নিহত স্বজনদের মরদেহ বুঝে না পাওয়ায় অনেকটাই অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলে তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। একই দিনের ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুরের ইমরান ব্রিক ফিল্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবরটি জানা-জানি হলে পুরো নীলফামারী জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রাণ হারানো শ্রমিকদের বাড়িতে বাড়িতে ছুটে আসেন স্বজনেরা ও বিভিন্ন এলাকার মানুষজন। নীলফামারীর জলঢাকা মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হুকুম আলী জানান, তার এলাকার পাঠানপাড়ার ৯ জন নিহত হয়েছেন। অপর দিকে শিমুলবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম বলেন, তার এলাকার নিহত হয়েছেন ৪ জন।
নিহতরা হলেনঃ-জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশচন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), কৃষর চন্দ্র রায়ের ছেলে সংকর চন্দ্র রায় (২২), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯) ও কামাক্ষা রায়ের ছেলে অমিত চন্দ্র রায় (২০); উপজেলার পাঠানপাড়া গ্রামের নূর আলমের ছেলে মোরচালিন (১৮), ফজলুল করিমের ছেলে মাসুম (১৮), জাহাঙ্গীর আলমের ছেলে সেলিম (২৮) ও রামপ্রসাদের ছেলে বিল্লব (১৯); উপজেলার শিমুল বাড়ি গ্রামের মনোরঞ্জন রায় (১৯) ও দিনেশ চন্দ্র রায়ের ছেলে মিনাল চন্দ্র রায় (২১) এবং রাজবাড়ি গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮) ও ধলু রায়ের ছেলে কনক চন্দ্র রায় (৩৪)।

এরই মধ্যে নিহত ১৩ শ্রমিকের প্রত্যেকের পরিবারের জন্য কুমিল্লা জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা ও ইটভাটার মালিকের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়েছে।  নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন শ্রমিকদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা প্রত্যেককেই মর্মাহত। নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এরই মধ্যে স্থানীয় উপজেলা প্রশাসনকে নিহত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিতে বলা হয়েছে।  শনিবার(২৬শে জানুয়ারি) সকালে স্বজনদের কাছে মৃতদেহ গুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে জলঢাকা উপজেলা প্রশাসন। এ সময় প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল হক,মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলীসহ এলাকাবাসী । নিহতদের পরিবার সুত্রে জানা যায়, সকালে শিমুলবাড়ি ও মীরগঞ্জ এলাকায় লাশ নিয়ে আসা হয় কাভার্ড ভ্যানে।পরে একে-একে সকলেই তাদের স্বজনদের মরদেহ বুঝে পান। নিহতের পরিবার তাদের স্বজনদের মরদেহের বাকি কাজগুলো নিজ-নিজ ধর্মের নিয়ম অনুযায়ী আজই সম্পন্ন করবেন বলে জানান। পাশাপাশি দুই ইউনিয়নের ১৩টি তাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাবে তা মেনে নিতে পারছেন না কেউ। হতদরিদ্র পরিবার গুলোর উপার্জনকারী ব্যক্তি ছিলেন তারা।

ওইসব এলাকার একাধিক এলাকাবাসী জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, সরকার নিহতদের পরিবারের পাশে যেনো দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন ।এবং এমন ভাবে যেনো তাদের সাহায্য করা হয় যাতে করে ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোর আর্থিক স্বচ্ছলতা ফিরে পান। উল্লেখ্যঃ শুক্রবার(২৫শে জানয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ইট ভাটায় কয়লা বোঝাই ট্রাকচাপায় নিহত হন ১৩ জন শ্রমিক। তাদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নিহতদের মধ্যে মীরগঞ্জ ইউনিয়নের ৯ জন ও শিমুলবাড়ি ইউনিয়নে ৪ জন ।

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here