সহিংসতার মামলায় বিএনপি নেতা এ্যানির জামিন

0
0

নির্বাচনি সহিংসতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. শাহে নূর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ্যানির নির্বাচনি গণসংযোগকালে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় দুই পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ জন ও আওয়ামী লীগের ছয়জন আহত হন।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় এ্যানি ও তার ভাই হ্যাপী চৌধুরীসহ বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় বিএনপির অজ্ঞাত আরও ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। ২৬ ডিসেম্বর উচ্চ আদালত চার সপ্তাহের জন্য এ্যানির জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হতে বলেন। মঙ্গলবার (২২ জানুয়ারী) এ্যানি ও তার ভাই হ্যাপী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম ও অ্যাডভোকেট হাসিবুর রহমান। বাদী পক্ষের আইনজীবী ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here