ভারি তুষার ও বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তর ভারত

0
0

ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভারি তুষারপাত। জম্মু-কাশ্মীরের বানিহাল সেক্টরে নতুন করে এদিন সকাল থেকে তুষারপাত শুরু হওয়ায় বন্ধ হয়ে গেছে জম্মু-শ্রীনগর ছয় নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের উপর প্রায় এক ফুট পুরু তুষার জমে রয়েছে। ফলে নিরাপত্তার কারণে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়ক।

প্রবল তুষারপাতের সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস নিচে। লেহ জেলায় তাপমাত্রা হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। আগামীকাল বুধবার পর্যন্ত আবহাওয়া এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খারাপ আবহাওয়ার কারণে বৈষ্ণোদেবী যাত্রায় হেলিকপ্টার এবং রোপওয়ে পরিষেবা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।জম্মু-কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের সিমলাতেও চলছে ভারি তুষারপাত। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার স্বরঘাটে বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই বাস খাদে পড়ে আহত হন অন্তত ২৬ জন। ভারতের উত্তরাখ- রাজ্যের মুন্সিয়ারি, রানিখেত, তেহরি, চামোলির বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারি তুষারপাত। বিস্তীর্ণ এলাকা পুরু তুষারের চাদরে ঢেকে গেছে। যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি এবং সংলগ্ন অঞ্চলে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে চলছে শিলাবৃষ্টিও। রাজধানী শহরের তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস নিচে। এদিন সকাল থেকে মেঘলা আকাশ এবং ভারি বৃষ্টির জন্য সাত-সকালেই দিল্লিতে আঁধার নেমে আসে। দৃশ্যমানতা স্বভাবতই অনেকটাই কমে গেছে। ভারি বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যাওয়ায় ধীর গতিতে দিল্লিতে চলছে যানবাহন। ফলে সৃষ্টি হয়েছে যানজট। অন্যদিকে, ভারি বৃষ্টির কারণে অন্তত ১৫টি ট্রেন দেরিতে চলছে বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here