পরীক্ষায় অনৈতিক পথের খোঁজে নামবেন না: শিক্ষামন্ত্রী

0
0

আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেউ অনৈতিক পথের খোঁজে নামবেন না। তিনি বলেন, অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না। মঙ্গলবার চট্টগ্রামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে পাঁচ দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সারা দেশের ৮০৮ ছাত্রছাত্রী। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর চারটি অঞ্চলে বিভক্ত ছাত্রছাত্রীরা প্রধান অতিথি ডা. দীপু মনিসহ অতিথিদের সালাম জানায়। এ সময় অন্যান্যের মাঝে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ তারিখ থেকে আমাদের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যই পরীক্ষা। সেই পরীক্ষায় যেন আমরা সবাই ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সে পরীক্ষা যেন হয় একেবারে সম্পূর্ণভাবে প্রশ্নপত্র ফাঁসমুক্ত, নকলমুক্ত। অভিভাবক ও পরীক্ষার্থীদের কাছে আবেদন থাকবে, আপনারা কোনো ধরনের কোনো অনৈতিক কোনো পথের খোঁজে নামবেন না।

দীপু মনি বলেন, আপনাদের পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকমতো পরীক্ষা দেবে। ভালো ফলাফল করবে সেটাই আমরা চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।

ডা. দীপুমনি শিক্ষার্থীদের অফুরন্ত সম্ভাবনাকে বিকাশের লক্ষ্যে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জিপিএ ফাইভ প্রাপ্তির মধ্যে ডুবে না থেকে নিজেদের সুনাগরিক হিসাবেও গড়ে তুলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here