নির্বাচনে ঐক্যফ্রন্ট নয়,পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা: ফখরুল

0
0

৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট পরাজিত হয়নি, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা’, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুলের দাবি, ‘আমি মনে করি, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি; এটা আসলে আওয়ামী লীগের পরাজয়। এখানে পরাজিত হয়েছে মানুষের মুক্তি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ। এখানে পরাজিত হয়েছে দেশ।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ, এক রাতে ডাকাতি করে সবই যেন নিয়ে গেছে ডাকাত; মানুষের শুভবোধ, চিন্তা-ভাবনা-চেতনা, সবই অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।তিনি বলেন, রাষ্ট্র যদি শত্রুতে পরিণত হয়, রাষ্ট্র যদি নিপীড়ক হয়, রাষ্ট্র যদি ডাকাতি করে তখন নিরস্ত্র সাধারণ মানুষ কী করবেন? তাই আমি বারবার বলি, ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট নয়, পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা।

৩০ ডিসেম্বরকে বাংলাদেশের গণতন্ত্রের হত্যা দিবস মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। সংবিধান ও অধিকার পুনরুদ্ধারে জেগে উঠতে হবে।

তার দাবি, আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জণগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জণগণের মতামতকে প্রাধান্য দেয় না। যারা ভোটের অধিকার, গণতন্ত্র লুট করেছে, মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, তাদের ক্ষমা করা করা যাবে না। এপর্যায়ে একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম-সম্পাদক পয়গাম আলীসহ অনেকে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here