দেশে নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে : দুদু

0
0

৩০ ডিসেম্বর ভোট হয়নি, ভোট হয়েছে ২৯ তারিখের মধ্যরাতে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যে নির্বাচন হয়েছে, এটা লজ্জার নির্বাচন। নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে দেশে। এটাকে নির্বাচন বলা যায় না। কোনো সুষ্ঠু স্বাধীন গণতান্ত্রিক জাতি এবং এ দেশের মানুষও এটাকে মেনে নেয়নি।

জাতীয়তাবাদী কৃষক দলের এই সাধারণ সম্পাদক আরো বলেন, এই নির্বাচনকে ভোট ডাকাতি বলেন, ভোট চুরি বলেন যাই বলেন, এ রকম একটি নির্বাচনকে যারা জায়েজ করে, তারা দুর্নীতির বিচার করতে পারবেন, দুর্নীতি বাদ দিতে পারবেন, এটা আমরা মনে করি না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বাবুলসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে বিজয় উৎসবে দুর্নীতির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। আমি তাঁকে সর্মথন করতাম, যদি তিনি নির্বাচনের আগে পদত্যাগ করতেন।

এ দেশের সবচেয়ে বড় দুর্নীতিটা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।ছাত্রদলের সাবেক এই সভাপতি আরো বলেন, বিএনপি হয়তো এই অবস্থায় প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। কিন্তু এ কথা ভাবার কোনো কারণ নাই, আগামী পাঁচ বছর সরকার ক্ষমতায় থাকবে। কারণ যেকোনো সময় যেকোনো অবস্থায় অসত্যের পতন হয়। সত্য দীর্ঘস্থায়ী হয়। এখন যা চলছে তা অসত্য।

আয়োজক সংগঠনের নেতা কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান কামালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, মো. শাফিন, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here