লিপস্টিকের প্রলোভন দেখিয়ে ঘরে নেওয়া হয় শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানকে (৪)। ঘরে নেওয়ার কাজটি করে মোস্তফা ও আজিজুল। ইয়াবা সেবন করে শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করে তারা। শিশুদের চিৎকার যেন বাইরের কেউ শুনতে না পারে, সে জন্য উচ্চশব্দে ক্যাসেট প্লেয়ার বাজায়। এরপরও শিশুরা চিৎকার করে। শ্বাসরোধ করে হত্যা করে শিশুদের চিরতরে থামিয়ে দেয় মোস্তফা ও আজিজুল।রাজধানীর ডেমরায় ওই দুই শিশু হত্যার ঘটনায় মূল আসামি গোলাম মোস্তাফা ও তার খালাতো ভাই আজিজুল বাওয়ানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরায় একটি ফ্ল্যাট থেকে গত সোমবার দুটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু দুটি সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল। রাত ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দুই শিশুর মৃত্যুর ব্যাপারে আজ বুধবার সাংবাদিকদের এমন তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন।ফারিয়া আক্তার দোলা পটুয়াখালীর দশমিনা থানার আলীপুরা গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে ও নুসরাত জাহান ঝালকাঠি থানার বাউকান্দি গ্রামের পলাশের মেয়ে। ওই দুই শিশুর পরিবার ডেমরায় ভাড়া বাসায় থাকে।উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ধর্ষণের উদ্দেশে লিপস্টিকের প্রলোভন দেখিয়ে ওই দুই শিশুকে তার ঘরে নিয়ে যায় আসামি মোস্তফা। এ সময় বাচ্চারা জোরে চিৎকার দিতে শুরু করে। এ সময় আজিজুল ও মোস্তফা বাচ্চাদের লিপস্টিক দিয়ে সাজাতে চায়। তারা যখন বাচ্চা দুটিকে ধর্ষণ করতে উদ্যত হয়, তখন বাচ্চারা চিৎকার করতে থাকে। এ সময় মোস্তফা ও আজিজুল জোরে ক্যাসেট প্লেয়ার ছেড়ে দেয়, যেন বাচ্চাদের চিৎকার বাইরে শোনা না যায়। ধর্ষণের পরিবেশ তৈরি করে তারা। কিন্তু বাচ্চাদের যখন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, তখন আজিজুল প্রথমে ফারিয়া আক্তার দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর মোস্তফা গামছা দিয়ে পেঁচিয়ে নুসরাত জাহানকে হত্যা করে। হত্যার পর ওই শিশু দুটির লাশ খাটের নিচে রেখে দেয় তারা। ওই ঘটনার পরই আসামি আজিজুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই ঘরে বাচ্চাদের লাশ নিয়ে অবস্থান করছিল মোস্তফা।
পরে যখন মোস্তফার স্ত্রী তাঁর কর্মস্থল থেকে বাসায় ফিরে আসেন, তখন দেখেন তাঁর স্বামী মোস্তফা অস্বাভাবিক আচরণ করছে। তিনি ওই বাসায় বাচ্চা দুটির স্যান্ডেল দেখতে পান। আর তখনই বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে বাচ্চা দুটিকে খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।ফরিদ উদ্দিন আরো বলেন, ‘এই মর্মান্তিক হত্যার পর আমরা এ ঘটনার অনুসন্ধান করতে ও আসামিদের ধরতে ব্যাপক অভিযান চালাই। আমাদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও (ডিবি) যোগ দেয়। পরে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আমরা গ্রেপ্তার করি। গতকাল রাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ফরিদ উদ্দিন বলেন, আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই বাসা থেকে আমরা ইয়াবা সেবনের আলামত, বাচ্চাদের পড়ে থাকা স্যান্ডেল, হত্যার কাজে ব্যবহৃত গামছা ও যেই ক্যাসেট প্লেয়ার বাজিয়ে ধর্ষণের পরিবেশ তৈরি করা হয়েছিল, সেই ক্যাসেট প্লেয়ার জব্দ করেছি।
তিনি আরো বলেন, আজ আসামিদের কোর্টে পাঠানো হচ্ছে। বিজ্ঞ আদালতে আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। আসামিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে জন্য তদন্তে যেন কোনো ত্রুটি না থাকে, আমরা সিনিয়র কর্মকর্তারা তা মনিটর করছি। এবং যে ফিজিক্যাল অ্যাভিডেন্স, বস্তুগত সাক্ষ্য অর্থাৎ আলামত আছে, এগুলোর ওপর আমরা জোর দিচ্ছি। বিজ্ঞ আদালত যখন বিচারকাজ চালাবেন, তখন এই সাক্ষ্য যেন যথাযথভাবে আদালতে উপস্থাপন করা যায়, সে বিষয়ের ওপর আমরা জোর দিচ্ছি।