জীবন সংগ্রামে ফরিদপুর চরাঞ্চলের মমতাজ খাতুন

জীবন সংগ্রামে জীবনকে যায় চেনা/শ্রমের ঘামে একমুঠো ভাতের সংগ্রামে/এখানে জীবন দিন আর রাতকে ভাঙ্গে অবিরাম/স্বপ্ন ভাঙ্গা দহনের জ্বালা/তবুও কেন যে হেটে যেতে হয়…. সমাজ বাস্তবতার এই শহরে কত মানুষ কত কি না করে দারিদ্র জীবনের ঘানি টেনে কেউ বা সফলতার দোয়ারে পৌঁছাতে পারে আবার কেউ প্রহরে প্রহরে কেবলি সমাজ প্রতিদের তৈরী করা পদ্ধতিগত অর্থনীতির জাতাকলে পিস্ট হয়ে চলে।

আমাদের বিবেক বোধ আর মানবিক গুনাবলীগুলো ক্রমশ কুয়াশা ছন্ন হয়ে যাচ্ছে লোভ আর বৃত্ত বৈভবের প্রতিযোগিতায় মাতয়ারা এই মনকে রোধ করা প্রয়োজন। দেশের দারিদ্রতা অনেক খানি দুর হয়েছে অনেক দারিদ্র রয়ে গেছে আমাদের চোখের সামনে অসংখ্য দরিদ্র মানুষের ছবি রয়েছে। সমাজের বিত্তবান আর মানবিক বোধের অধিকারী ব্যক্তি বর্গরা নিজ নিজ এলাকায় অভাবি মানুষের পাশে দাড়ালে অনেক দরিদ্র মানুষ আলোর পথে ক্ষুধা মুক্ত সমাজ ব্যবস্থায় উঠে আসার সাহস পাবে। অসংখ্য দরিদ্র সংগ্রামী মানুষের মধ্যে ফরিদপুর চরাঞ্চলের সংগ্রামী এক নারী মমতাজ খাতুন (৫৫)। ফরিদপুর শহরের জজ কোর্ট এলাকায় ফুটপাতে একটি চায়ের দোকান করে বৃদ্ধ বয়সেও তিনি ভাতের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

১৭ বৎসর আগে স্বামী শেখ গৈজুদ্দীন পাঠান ২২ দিনের শিশু পুত্র রেখে মারা যান। দুই কন্যা আর এক শিশু পুত্র নিয়ে তিনি জীবন সংগ্রামের অথৈ সমুদ্রে পরে যান। সামাজিক বৈষম্য আর অভাব অনাটনের করাল গ্রাস উপেক্ষা করে তিনি নিজেকে সম্মান আর মর্যাদায় অটুট রেখে ছুটে চলেন। নানা অধ্যায় রয়েছে নানা না বলা কথাগুলো তার বৃদ্ধ দেহের ভাঁজ খাওয়া দহনে মর্মে মর্মে লোকায়িত। অনেক কষ্টে দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। এক পুত্র রায়হান পাঠান সম্প্রতি রাজ মিস্ত্রির কাজে গিয়ে ভাঙ্গা এলাকায় বড় ধরনের দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার পায়ে লোহার রড ঢুকে গিয়েছিল উন্নয়ন চিকিৎসায় অনেক ব্যয় ভার তিনি জানান ভিক্ষা নয় কাজ করে খাই কারো দয়া নয় শ্রম দিয়ে যাই। সোমবার দুপুরে জজ কোর্ট এলাকায় ফুটপাতে এক চায়ের দোকানে চা খেতে গেলে তার দেখা মেলে। নিস্তব্ধ করুন চোখের নিরবতা আবার হাপানির দেহে কেতলির গরম পানি ঢেলে চা চিনি দিয়ে খনিক স্বাদ মিলিয়ে দিয়ে মানুষের সেবা করা আর তা থেকেই দু চার টাকা আয় সংসার চালানো। পাশে মেয়ের ঘরের নাতি চার বছরের শিশু হোসেন শৈশবের নানা দুষ্টমিতে নানিকে আদর দিচ্ছিল কিন্তু নানির মুখে তো হাসি নেই কেন এই দুচিন্তা জানতে চাইলে বলেন। বাবারে আর পারি না শরীরে নানা রোগ চার দোকানের কাজ পানি আনা মানুষের সেবা দেওয়া হাপিয়ে উঠি ছাওয়ালডা হাসপাতালে মেয়েডা দুই শিশু সন্তান রেখে বিদেশ গেছে কয়ডা টাকা কামাতে কোন দেশে গেছে জানতে চাইলে বলেন বলতে পারবো না। এলাকার এক ব্যক্তির মাধ্যমে গেছে …….. আর কত দিন পারবো …. বলতে বলতে তিনি কেমন যেন হয়ে গেল। সমাজে মানবিকতার হাত বাড়াই আমাদের আগামী স্বপ্নরা ক্ষুদা ও দারিদ্র মুক্ত সমাজ ব্যবস্থায় বড় হোক।চোখের সামনে আমাদের এই রকম অসংখ্য সংগ্রামীর মমতাজ খাতুনরা রয়েছে। আসুন আমরা যারা সমাজের সফল জন বৃত্ত বৈভবের মালিক এই ধরনের নারীদের পাশে মানবিকতার হাত বাড়াই আমাদের আগামী স্বপ্নরা ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ ব্যবস্থায় বড় হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here