সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

0
0

বকেয়া বেতন-ভাতা পরিশোধে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে সড়ক থেকে অবস্থান তুলে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে।রোববার (০৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়ক প্রায় স্থবির হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

পরে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে রাজি হন। এরপর থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।শ্রমিকদের অভিযোগ, পোশাক শ্রমিকদের জন্য সরকার নতুন বেতন কাঠামো করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। মালিকপক্ষের আশ্বাসের ভিত্তিতে আজকের মতো অবস্থান তুলে নিলেও আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় আন্দোলনরত শ্রমিকরা।

পুলিশ জানায়, বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা প্রায় পুরো উত্তরা এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। অবশেষে মালিক ও পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জানান, সড়ক বন্ধ থাকলেও একপাশে স্বল্প সংখ্যক যান চলাচল করার ব্যবস্থা করা হয়। শুরু থেকেই ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। বেলা ২টার পর শ্রমিকরা সরে গেলে সড়কে পুরোদমে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এদিকে, রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রভাব পড়েছে রাজধানীর প্রায় সব সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here