লক্ষ্য মাত্র ১২৮ রান। বিপিএলে এই রান তাড়া করে সহজেই জেতার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসের। না তা পারেনি, সিলেট সিক্সার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অতিকষ্টে চার উইকেটে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সিলেট গড়েছে ১২৭ রান। এর জবাবে কুমিল্লা চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।কুমিল্লার এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার তামিম ইকবাল। তিনি ৩৪ বলে ৩৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। শেষ দিকে শহিদ আফ্রিদি ২৫ বলে ৩৯ রানের একটি ইনিংস খেলেন।
পেসার আল আমিন হোসেন ও নেপালি স্পিনার সন্দিপ লামিচানে দুটি করে উইকেট নিয়ে মূলত কুমিল্লার জয়টাকে কঠিন করেছেন। এর আগে সিলেটের হয়ে এক নিকোলাস পুরান ছাড়া কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি কুমিল্লার বোলারদের সামনে। পুরান শেষ দিকে নেমে ২৬ বলে ৪১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এ ছাড়া অলক কাপালি (১৯) ও আফিফ হোসেন (১৯) কিছুটা চেষ্টা করেছেন ঠিক; কিন্তু দলের সংগ্রহ খুব একটা বড় করতে পারেননি।তরুণ মেহেদী হাসান চার ওভার বল করে ২৪ রান দিয়ে দুই উইকেট নিয়ে সিলেটের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন। এ ছাড়া মোহাম্মদ শহীদ ও সাইফউদ্দিনও দুটি করে উইকেট পান। এই ম্যাচে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। তিনি বল টেম্পারিংয়ের কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। আর সিলেটেরও অধিনায়ক আরেক অস্ট্রেলীয়। একই কারণে তিনিও নিষিদ্ধ। তাই এই ম্যাচে কুমিল্লা ও সিলেটের পাশাপাশি লড়াইটা যেন দুই অস্ট্রেলীয় ক্রিকেটারেরও।