শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল

0
0

শোলাকিয়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।

কিশোরগঞ্জ এর শোলাকিয়ায় রোববার দুপুর ১টায় সৈয়দ আশরাফকে দ্বিতীয় বারের মতো গার্ড অব অনার দেয়া হয়েছে। পরে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।সকাল থেকে এক নজর প্রিয় নেতাকে বিদায় জানাতে ঈদগাহ মাঠে লাখো মানুষ ভীড় করেছে।এর পর ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে আওয়ামী লীগের দু’বারের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জানাজায় জনতার ঢল নামে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশ নেয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ভাই ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

জানাজায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে নগরীর সার্কিট হাউজ মাঠে সৈয়দ আশরাফের মরদেহ এসে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে ময়মনসিংহে জন্ম নেওয়া এই খ্যাতিমান রাজনীতিককে চোখের জলে শেষ বিদায় জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। বিকেলে ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফকে সমাহিত করা হয়।এর আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে সৈয়দ আশরাফকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৈয়দ আশরাফুল ইসলাম- দ্বিতীয় জানাজারাষ্ট্রপতির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলাম-জানাজা-শ্রদ্ধা নিবেদনপ্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর একের পর এক বিভিন্ন সংগঠন ও উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এই নেতার প্রতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here