৪৮ ঘণ্টার মধ্যে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণের নির্দেশ

0
34

দ্রততম সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

শনিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক অফিসের পাশে রাশেদ খান মেননের (ঢাকা-৮) অস্থায়ী ক্যাম্প অপসারণের মাধ্যমে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। মেয়র সাঈদ খোকন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, আমরা নির্বাচনের প্রচারের সুবিধার্থে ফুটপাতে অস্থায়ী ক্যাম্প অফিস করার সুযোগ দিয়েছিলাম প্রার্থীদের। যেহেতু নির্বাচন শেষ তাই প্রার্থীদের সহযোগিতায় ডিএসসিসি’র সব এলাকা থেকে ক্যাম্প অফিস অপসারণ কার্যক্রম শুরু করছি।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস অপসারণ করে সুন্দর শহর উপহার দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।তিনি বলেন, আমরা নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। এরইমধ্যে ৯৫ ভাগ এলাকার পোস্টার, ব্যানার অপসারণ হয়েছে। এখনো যদি কোথাও পোস্টার, ব্যানার থাকে তাহলে আমাদের জানালে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর জাহিদ হোসেন, অতিরিক্ত খন্দকার মিল্লাতুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here