সুষ্ঠু বিচারের মাধ্যমে ধর্ষণের প্রতিশোধ নেব : ফখরুল

0
51

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের যে বোন ধর্ষণের শিকার হয়েছেন সে ঘটনার বিচার করা হবে। সুষ্ঠু বিচারের মাধ্যমে এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।

শনিবার বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটরিয়ামে আইনজীবী ঐক্যফ্রন্ট সমিতির ব্যানারে মতবিনিময় সভায় তিনি মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, যদি কাজ করতে না পারেন। আর কত নির্যাতন সহ্য করব? আর কত আমাদের ছেলেদের গুম হতে দেখব? আর কত খালেদা জিয়াকে জেলে রাখব?

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষের ওপর। ঠিক একই কায়দায় ৩০ তারিখ ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ। কেড়ে নেওয়া হয়েছে এ দেশের মানুষের অধিকার। আমরা সেদিন তাদের রুখে দাঁড়াতে পারিনি। কারণ আমরা সুশৃঙ্খল নই। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আমরা কি এবার তাদের রুখে দিতে পারি না? আমরা আবার রুখে দাঁড়াব। আমাদের যে বোন ধর্ষণের শিকার হয়েছেন সে ঘটনার বিচার করা হবে। সুষ্ঠু বিচারের মাধ্যমে এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সত্য ও ন্যায়ের ওপর দাঁড়িয়ে আছি। আর আওয়ামী লীগ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। এবার দেশকে রক্ষা করার জন্য ছুটতে হবে। মনে রাখবেন আপনারা একা নন, সারা দেশের মানুষ আপনাদের পাশে আছে। আওয়ামী লীগ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। আমাদের মুক্তির সংগ্রামে নামতে হবে।

মতবিনিময় সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশে কোনো ভোট হয়নি। ভোটের আগের রাতে ২৯ তারিখে ভোট শেষ! ভোটের নামে উলঙ্গ ডাকাতি হয়েছে। আওয়ামী লীগ এখন মানুষের ঘরবাড়ি সব দখল করে নেবে। কেউ বেঁচে থাকবে কি না সন্দেহ আছে। হায়েনাদের আঘাতে এক বোনের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। সিগারেটের ছ্যাকা দেওয়া হয়েছে। দেশে আরো অনাচার হবে। তাদের এখনই রুখে দিতে হবে। তা না হলে হায়েনাদের আঘাতে সারা দেশ সুবর্ণচর হয়ে যাবে।আ স ম রব বলেন, বিএনপিকে ঐক্য রাখতে হবে। ঐক্য না রাখলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করেনি, করেছে পুলিশ। আল্লাহ এদের কাউকে ক্ষমা করবে না। যারা সেলফি তুলে তারা শয়তানের চেয়েও খারাপ!

এ সময়ে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, শামসুল আলম, মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, শামীমা বরকত লাকী, হারুনুর রশীদ, আকবর হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, শহর সভাপতি আবু নাসের, অঙ্গসংগঠনের মঞ্জুরুল আজিম সুমন, নুরুল আমিন খান, সাবের আহমেদ, মিজানুর রহমান মিজান, আবু হাসান নোমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।এর আগে আজ দুপুর ১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ধর্ষিতা নারীর সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় বিএনপির পক্ষ থেকে তাঁকে অনুদান দেওয়া হয়।ওই নারী ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।’৩০ ডিসেম্বর রাতে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের বাড়িতে ঢুকে স্বামী ও সন্তানদের বেঁধে ওই নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর স্বামী নয়জনকে আসামি করে থানায় মামলা করেন।এরই মধ্যে এ ঘটনার ‘মূল ইন্ধনদাতা’সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বেচু মিয়া, বাসু ওরফে কুড়াইল্যা বাসু, মো. স্বপন, মো. সোহেল, জসিম উদ্দিন ও হাসান আলী বুলুকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here