৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার-ফেস্টুন অপসারণের নির্দেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার (২ জানুয়ারি) সকালে নগরীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনি পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। মেয়র বলেন, সম্প্রতি উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার- ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনি প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই। এজন্য আমি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করার নির্দেশ দিয়েছি। এই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে এ কাজে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here