ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর কাছে আবারও পরাজয় জাফরউল্যাহর

0
46

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ আবারও ধরাশাহী হলেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে ।নির্বাচনে কাজী জাফরউল্যাহ ৪৯ হাজার ৯৪৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালে কাজী জাফরউল্যাহ মজিবুর রহমানের কাছে পরাজিত হয়ে ছিলেন ২৬ হাজার ৫২ ভোটের ব্যাবধানে।

ফরিদপুর-৪ (ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়ন ব্যতিত সদরপুর উপজেলা) নিয়ে গঠিতপাঁচ বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশ আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়ে চমক সৃষ্টি করে ছিলেন‘বহিরাগত’মজিবুর রহমান।

প্রসঙ্গত: সে সময় মজিবুর রহমান পাশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। অবশ্য ওই নির্বাচনে বিজয়ের পর তিনি ভাঙ্গার আজিমপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে জমিকিনে বাড়ি বানান)কাজী জাফরউল্যাহর সমর্থক ভাঙ্গা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী বলেন, নির্বাচনী কৌশলের কাছে আমরা হেরে গেছি। মজিবুর রহমানের সমর্থক ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, গত পাঁচ বছরে স্বতন্ত্র সাংসদ এ এলাকার মটি ও মানুষের সাথে মিশে যেতে পেরেছেন। তারপরও তিনি এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। জনগণ এ বিষয় গুলিই মূল্যায়ন করেছে মাত্র।এ নির্বাচনে মজিবুর রহমান চৌধুরী পান ১,৪৪,১৭৯ভোট। অপরদিকে কাজী জাফরউল্যাহ পেয়েছেন ৯৪,২৩৪টি। ২০১৪ সালে মজিবুর পেয়ে ছিলেন ৯৮ হাজার ৩০০ এবং কাজী জাফরউল্যাহ পেয়েছেন ৭২ হাজার ২৪৮ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here