শটগান কেড়ে নেওয়ার মামলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান কারাগারে

0
0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালীন পুলিশের শটগান কেড়ে নেওয়া ও গাড়ি পোড়ানোর মামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান হারুনুর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতের রায়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার চেয়ারম্যান হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার হলেও আরেকটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বরত পুলিশের গাড়ি ও দুটি শটগান কেড়ে নেওয়ার অভিযোগে এই মামলা করা হয়। উপজেলার প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৯। পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর রোববার নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নির্বাচনের দিন নরোত্তমপুর ইউনিয়নের সুরুজ মিয়ার স্কুল কেন্দ্র থেকে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশের দুটি শটগান ছিনিয়ে করে নেয়।

পুলিশ গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালালেও শর্টগানগুলো উদ্ধার করতে পারেনি। গোপন খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালাতে গেলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও তার লোকজন পুলিশের অভিযানে বাধা দেয়। এ সময় বিএনপি সমর্থিত স্থানীয় চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে একটি শটগান উদ্ধার করে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন, গ্রেপ্তার হারুনুর রশিদ বাচ্চুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের গাড়ি পোড়ানো ও শটগান কেড়ে নেওয়ার মামলা রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here