আফ্রিকার মালিতে ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কোলোগোন এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোলোগোন গ্রামে এ হামলা চালায়। এ হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে উল্লেখ করে ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, ‘আমাদের গ্রামের প্রধান মৌসা দিয়াল্লো ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এছাড়াও অল্প বয়সী এক মেয়েও নিহত হয়েছে। ফুলানিরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।