গৃহবধূ গণধর্ষণের ঘটনায় কেউ রেহাই পাবে না : কাদের

0
0

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে (৩৫) গণধর্ষণের সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘এর সঙ্গে যারাই জড়িত হোক, কেউই পার পাবে না। আমি এ ব্যাপারে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব আমি জানি। অলরেডি পুলিশ, পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে।’ এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

এর আগে গত সোমবার দিবাগত ভোররাত ৪টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ (৩৫) গণধর্ষণের শিকার হোন। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিনের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে জানান ওই নারী। তিনি বলেন,‘তারা আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনে ধানের শীষে ভোট দিয়েছি।’

তবে ধর্ষণের অভিযোগটি নিশ্চিত করলেও এটি নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা নয় বলে দাবি করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ। তবে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ঘটনায় গণধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী সোমবার রাতে বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে চর জব্বার থানায় মামলা করেন। তবে অভিযুক্ত রুহুল আমিনকে এই মামলার আসামি করা হয়নি। কিন্তু কেন আসামি করা হয়নি এ বিষয়ে বাদী বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ। থানায় গিয়ে ঘটনা খুলে বলেছি। পুলিশকে বলেছি সব লিখে নিতে। তারা কেন রুহুল আমিনের নাম লেখে নাই, বলতে পারি না।’ এ দিকে এই মামলায় অভিযান চালিয়ে দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here