মোবাইলে ফিরলো ইন্টারনেট

0
40

মোবাইলে ইন্টারনেট ফিরেছে। রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পরে মোবাইলে টু-জির পাশাপাশি থ্রি-জি ও ফোর-জিও ব্যবহার করা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা মোবাইল ফোনে ইন্টারনেট ফেরার তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টায় মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট চালুর নির্দেশনা পায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে। সন্ধ্যার পরে মোবাইলে টুজির পাশাপাশি থ্রিজি ও ফোরজিও ব্যবহার করা যাচ্ছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে টু-জি ও থ্রি-জি সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি। ওই নির্দেশে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here