ভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক: ইসি সচিব

সারাদেশে শান্তিপূর্ণ ও ব্যাপক অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে কয়েকটি আসনের আংশিক ফল ঘোষণার সময় তিনি এ দাবি করেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মানুষের প্রত্যাশিত বড় ভোট উৎস সম্পন্ন হয়েছে। ২৯৯টি সংসদীয় এলাকার ৪০ হাজার কেন্দ্রের মধ্যে গোলযোগ ও অনিয়মের কারণে ২২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। কিছু জায়গায় সহিংতার ঘটনা ঘটেছে বলে কমিশনের নজরে এসেছে। কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রত্যেকটি সহিংসতার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্বাচনের পর প্রিজাইডিং অফিসারসহ সব নির্বাচন কর্মকর্তা যাতে ফল ও নির্বাচন সামগ্রী নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফিরে আসতে পারেন তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এসময় ইসি সচিব পাঁচটি সংসদীয় আসনের আংশিক ফল ঘোষণা করেন। এই চারটির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন। এই আসনগুলো হলো- গাইবান্ধা-৫, পিরোজপুর-৩, খুলনা-২ ও মেহেরপুর-১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here