ভোট বর্জনের বিষয়ে সিদ্ধান্ত ৪টার পর : ফখরুল

0
0

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিকেল ৪টার পর ভোট বর্জনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এ নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। আমি সকালে ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাই তখন পরিবেশ ভালো ছিল। কিন্তু বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী এ আসনের প্রায় সবকয়টি কেন্দ্র দখল করে নিয়েছে।’

ভোট বর্জনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করে বিকেল ৪টার পর সিদ্ধান্ত জানানো হবে।’ বিএনপির এ নেতা বলেন, ‘এ তামাশার নির্বাচন করার কী দরকার ছিল। এতে জাতি বড় ধরণের ক্ষতির সম্মুখীন হবে। এই ক্ষতি পোষানো সম্ভব হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here