ঢাকা-১২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। আজ রোববার সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি এই অভিযোগ করেন। সাইফুল আলম নীরব বলেন, যুবগলীগ নেতা বেলাল এবং মাহাবুবের নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, ‘ইস্কাটন প্রভাতী স্কুল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’
ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া কেন্দ্রগুলো হলো-ইস্কাটন প্রভাতী স্কুল, মগবাজার বিটিসিএল স্কুল, শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, চেয়ারম্যান গলি মাদরাসা, লায়ন স্কুল, মগবাজার শাহনুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিক স্কুল, নজরুল শিক্ষালয় কেন্দ্র, মগবজার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ঢাকা-১২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাইফুল আলম নীরবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।