কেন্দ্রে গিয়েও ভোট দিলেন না আব্বাস দম্পতি

0
0

ভোট দেবেন না বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস। দলীয় নেতাকর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে এ দুই প্রার্থী ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন বলে জানান। আজ রোববার বেলা সাড়ে ১১টা ২০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তারা ভোট দেবেন না বলে জানান। মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘শত শত ভোটার স্লিপ নিয়ে আসেনি। কিন্তু আইডি কার্ড নিয়ে আসলেও প্রিজাইডিং কর্মকর্তারা তাদের ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের সহযোগিতা না করে তাদের বের করে দেওয়া হচ্ছে।’

এ ঘটনার প্রতিবাদে ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়ে তিনি বলেন,‘সরকারের পৃষ্ঠপোষকতায় নির্বাচন কমিশন (ইসি) একটি প্রহসনের নির্বাচন করছে।’ একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা-এ কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here