রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের একটি ভোটকেন্দ্রে সহিংসতায় একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন। নিহত মিরাজুল ইসলাম (২৫) পেশায় একজন কৃষক। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের প্রার্থীরা দাবি করছেন, নিহত মিরাজুল ইসলাম তাদের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা ১১টার দিকে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন মিরাজুল ইসলাম। সেখানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন। এ সময় উপস্থিত ধানের শীষের কর্মীদের সঙ্গে নৌকার কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের মধ্যে মারামারির একপর্যায়ে সেখানে গুলির শব্দও পাওয়া যায়। পরে সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মিরাজুলকে। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজশাহী-৩ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঝামেলার খবর পেয়ে সেখানে কর্মী-সমর্থক নিয়ে যান নৌকার প্রার্থী আয়েন উদ্দিন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা গোলাগুলি শুরু করে। একপর্যায়ে আমাদের কর্মী মিরাজুল গুলিতে নিহত হন।’
জানতে চাইলে রাজশাহী-৩ আসনে নৌকার প্রার্থী আয়েন উদ্দিন বলেন, ‘হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন মিরাজুল ইসলাম। সে ছাত্রলীগের কর্মী। বিএনপি নেতাকর্মীরা নিজেদের বাঁচাতে তাকে নিজেদের কর্মী দাবি করছে।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘মিরাজুল ইসলাম বাঁশের আঘাতে মারা গেছে। সে ছাত্রলীগের কর্মী।’