জরুরী সাংবাদিক সম্মেলনে মির্জা আব্বাস : আমাদের নির্বাচনী কার্যক্রম কে বাড়ির চারপাশে অচেনা কিছু লোক নজরদারী করছে

0
0

ঢাকা- ৮, নির্বাচনী আসনে বিএনপি ও জাতীয়ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, আমার ও আমারসহধর্মিনী ঢাকা ৯ এর ধানের শীষ প্রতিকের রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী কার্যক্রমকে কয়দিন ধরে একটি গ্রুপ ফলো করছে। আমরা যখনিই প্রচারনার কাজে বেরুতে যাই তখনিই বাড়ির চারিদিকে অসংখ্য অপরিচিতমুখ। তাদের আচরণ, চাহনী সব কিছুই আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। আজ সন্ধ্যায় শাহজাহানপুরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন। এসময় তারসহধর্মিনী ঢাকা ৮ নির্বাচনী আসনের ধানেরশীষ প্রার্থী মিসেস আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মির্জাআব্বাস বলেন, আগে আমাদের নেতাকর্মীদের রাতের বেলায় বাসায় প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময় আটক করা হতো। এখন দিনের বেলায় নেতাকর্মীরা বাসায় প্রবেশ বা বেরহওয়ার সময় তাদেরকে আটক করা হচ্ছে। আটককরে কোথায় নিচ্ছে আমরা জানিনা। তিনিবলেন, বাড়িরচারপাশে সন্দেহজনক লোকদের পাহারা এতো বেশী যে, অরাজনৈতিক ব্যক্তি কিংবা সাংবাদিকরা বাসায় প্রবেশ করলেও তাদের উপর নজর রাখা হয়।এই সরকারের সময়ে অতিতেও এই বাড়িতে অনেকবার নৃশংস হামলা চালানো হয়েছে। আমি ও আমার আতœীয় স্বজনএবং নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছি যে কোনমুহুর্তে এই বাড়িটি বড় কোনহামলার শিকার হতে পারে। মির্জা আব্বাস আরো বলেন,আমাদের গনসংযোগে অংশ নেয়া নেতাকর্মীদের বিশেষকরে মহিলাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মিছিল কিংবা গনসংযোগে যোগদান করলেতাদের দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। কারবাসা কোথায় ঠিকানা চাওয়া হচ্ছে। আমরা গণসংযোগ চালাতেই পারছিনা। আপনারা যেটুকু দেখছেন সেটাএকান্তই নেতাকর্মীদের উৎসাহউদ্দিপনা এবং আপনারা সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতার কারনে। আসলে নির্বাচনী কার্যক্রম যতটুকুকরতে পারছি তার চেয়ে বেশী জিম্মি রয়েছি আমরা। লেভেল প্লেয়িং তো দুরের কথা এটা নির্বাচনের পরিস্থিতিই নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here