হ্যাকিংয়ের শিকার নাসা, পুরোনো কর্মীদের তথ্য চুরি

0
0

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার অভ্যন্তরীণ সার্ভার হ্যাকারদের হামলার শিকার হয়েছে। সংস্থাটির এক যুগ পুরোনো কর্মীদের তথ্য চুরি করে নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল বুধবার মার্কিন এ মহাকাশ গবেষণা সংস্থা তাদের কর্মীদের ই-মেইলের মাধ্যমে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে সতর্ক করছে। ই-মেইলে বলা হয়, ‘আমাদের দল ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে নিয়ে থাকে। নিজেদের সব সার্ভারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে নাসা। এ লক্ষ্যে সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদে সব পদ্ধতি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।’ কর্মীদের পাঠানো ওই ই-মেইলে আরও বলা হয়েছে, ২০০৬ সালের জুলাই থেকে নাসায় কাজ করছেন অথবা করেছেন এমন কর্মীদের সামাজিক নিরাপত্তা নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকিংয়ের বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও নাসার ধারণা, এর ফলে নাসার সাবেক ও বর্তমান কর্মীদের বেশকিছু ‘ব্যক্তিগত’ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে নাসার কোনো ‘মিশন’ সম্পর্কে কোনো তথ্য পায়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এ ঘটনায় গত ২৩ অক্টোবর নাসা অভ্যন্তরীণ তদন্ত করছে বলে জানায় মার্কিন অনলাইন পোর্টাল স্পেসরেফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here