কুড়িগ্রামে ভোটারদের মনযোগ আকর্ষণে বিএনপি’র নানান কূট-কৌশল

0
0

কূট-কৌশল থেকে বেড়িয়ে আসতে পারছে না বিএনপি। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে তারা বেছে নিয়েছে নানান কূট-কৌশল। যুদ্ধাপরাধীদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আচরণেও প্রকাশ পাচ্ছে সেই বার্তা। কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে জামায়াত নেতারা প্রকাশ্যে উঠোন বৈঠকে বলে বেড়াচ্ছে নামাজ যেমন ফরজ ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোট দেওয়ায় তেমনি ফরজ কাজ। অপরদিকে কুড়িগ্রাম-৩ আসনে উলিপুরের বিভিন্ন চরে ও প্রত্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নারী ভোটারদের আকর্ষণ করতে তারা প্রকাশ্যে খালেদা ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির কথা বলছে। এখানে কর্মীরা খালেদা ও সাঈদীকে জেলখানা থেকে মুক্ত করতে নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থণা করছে।

উলিপুরের বজরা এলাকায় ঘুরতে গিয়ে নারী ভোটাররা এরকম অভিযোগ করে। এখানকার মাদ্রাসার এক শিক্ষক বলেন, খালেদা জিয়া ও নিজামীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও তারা একটি মাদ্রাসাও সরকারি করেনি। ইসলামী দলগুলো তাদেরকে সমর্থন দিলেও ক্ষমতায় থেকেও তারা মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কোন কাজ করেনি। যারা সাঈদী আর বেগম জিয়ার মুক্তির জন্য ভোট চাইছেন তারা বুরবক। শেখ মুজিবের কন্যা মসজিদ-মাদ্রাসার জন্য যে কাজ করেছে তা কোন সরকার করেনি। যারা খালেদা জিয়া ও তার লম্পট পূত্রকে ক্ষমতায় আনতে চাইছে তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কারণ বিএনপি লুটপাট ছাড়া কিছুই করেনি।এখানকার লাঙ্গল মার্কা প্রার্থীর একজন কর্মী অভিযোগ করেন, আমরা প্রেসিডেন্ট এরশাদের সুস্থ্যতার জন্য দোয়া মাহফিলের জন্য মহিলাদের অনুরোধ করলে তারা মোবাইলে কোন এক হুজুরের পরামর্শ নিয়ে বলেন আমরা আপনাদের জন্য দোয়া করতে পারবো না। আমরা সাঈদী ও খালেদা জিয়ার জন্য দোয়া করবো।এসময় বেশ কয়েকজন নারী প্রতিবাদ করে বলেন, দোয়া সকলের জন্য উন্মুক্ত করা উচিৎ। সহজ-সরল নারীদের এভাবে কোন একটা দলের পক্ষে কাজ করা ঠিক নয়। যারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে। সাদারণ মানুষের সুখ-দুখের কথা ভাবেনি। গরীব এতিমদের টাকা মেরে খেয়েছে তাদের জন্য দোয়া চাওয়া বোকামী ছাড়া কিছু নয়। একথা বলার পর বোরকা পরা নারীরা সড়ে যান।বিএনপি যে স্বাধীনতা পক্ষের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের ভোট চাওয়ার কৌশলে তা প্রকাশ পাচ্ছে। এতে করে সচেতন ভোটাররা ক্ষুব্ধ। তারা চাইছে বিএনপি এই মিথ্যাচার থেকে সড়ে দাঁড়াক। তাদের মেনুফেস্টো নিয়ে তারা জনগণের দোড়গোড়ায় পৌছোক। সাধারণ ভোটারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় না করে তাদের ইশতেহার নিয়ে কথা বলুক।লাঙ্গল অধ্যুশিত এই এলাকার ৪টি সংসদীয় আসনেই জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছে। এখানে তিনটি আসন উন্মুক্ত করায় বিএনপি স্বপ্ন দেখছে বিজয়ী হওয়ার। এজন্য তারা ভোটারদের মনযোগ আকর্ষণে আশ্রয় নিয়েছে নানান কূট-কৌশলের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here