শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার, বিমানের সিকিউরিটিসহ আটক ২

0
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক অভিযান চালিয়ে চার কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার বিকেলে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে উদ্ধার করা হয় তিন কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর সিগারেটের প্যাকেট থেকে জব্দ করা হয় এক হাজার ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার। এ সসময় আটক করা হয় মো. মোয়াজ্জেম হোসেন নামে এক বিমান সিকিউরিটি গার্ডসহ তিন জনকে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি ড. মোহম্মদ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সোয়া ৫টার দিকে দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে উদ্ধার করা হয় এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩০টি স্বর্ণবার।

শহিদুল ইসলাম আরও জানান, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়েত থেকে আসা কেইউ-২৮৩ ফ্লাইটের দুই যাত্রীর দুটি সিগারেটের প্যাকেট থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণবারসহ বিমান সিকিউরিটি গার্ড মো. মোয়াজ্জেম হোসেন ও দুই যাত্রীকে আটক করা হয়। আটকদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here