রনির ফোনালাপ ফাঁস : থানা ঘেরাও করো

0
46

পটুয়াখালীর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে এ হামলা হয়। ওই হামলার পরেই গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানের সঙ্গে ফোনে কথা বলেন গোলাম মওলা রনি। তাদের সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।

মো. শাহজাহান খানের সঙ্গে গোলাম মওলা রনির সেই কথোপকথন এখানে তুলে ধরা হলো…

শাহজাহান : ভাই, আসসালামু আলাইকুম।

রনি : শুনছ তো?

শাহজাহান : হ্যাঁ, ওই যে গাড়িতে আগুন লাগছে, লোকজন যাইতে আছে হাসপাতালের দিকে।

রনি : গাড়িটা আগে থানায় নাও, থানায় নিয়ে এই সুযোগে প্রার্থীসহ সবেইরে মামলা দিয়ে দাও।

শাহজাহান : আচ্ছা, ঠিক আছে।

রনি : আমিও প্রেসার ক্রিয়েট করতেছি।

শাহজাহান : আচ্ছা, জি জি।

রনি : তোমরা সমস্ত নেতারা থানা ঘেরাও করো, এভরিবডি।

শাহজাহান : আচ্ছা আচ্ছা।

রনি : ওখানে বসে তোমার ভাবিরে বাদী করো, বাদী করে তার ওপর হামলা হয়েছে, তার গাড়ির ওপর হামলা হয়েছে বলে সবার নামে মামলা করো। এক সাথে ১০০ জনের। মামলা না নেওয়া পর্যন্ত থানা থেকে নামবা না সবাই।

শাহজাহান : আচ্ছা, আচ্ছ। ঠিক আছে।

রনি : এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন করে হাজার হাজার লোক থানা ঘেরাও করো।

শাহজাহান : আচ্ছা, ঠিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here