জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
0

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।রোববার সকাল ৬টা ৪২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নুরুল হুদা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যগণ, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে স্মৃতিসৌধে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। বিজয় দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রাঙ্গণ। এর পরই স্মৃতিসৌধ এলাকায় নামে জনতার ঢল। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাসে ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দুই লাখ মা- বোনের সম্ভম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here