একাদশ জাতীয় নির্বাচন থেকে বিএনপির পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির পালানোর সুযোগ নেই। আমরা নির্বাচনে থাকবো। হামলা হলেও প্রচারণা চালিয়ে যাবো। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহজানপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ তার নির্বাচনি প্রচারণায় হামলা চালানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, আমি সরকারের কাছে জানতে চাই, কী করলে আপনারা খুশি হবেন? এই কথাটা দয়া করে প্রকাশ্যে ঘোষণা দেন। আপনারা বলেছেন যে, বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চায়। আমি বলতে চাই, বিএনপিকে আপনারা নির্বাচন থেকে সরাতে চান। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না। জনগণ ভোট দিতে যাবে। তাদের রায়ে সঠিক প্রতিফলন ঘটবে। সেই প্রতিফলন বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আসবে। তা না হলে বুঝব এই দেশের জনগণের সঙ্গে সরকার ও নির্বাচন কমিশন প্রতারণা করেছে।বিএনপি নেতা বলেন,বিএনপির নেতাকর্মীদের ওপর একদিকে আওয়ামী পেটুয়া বাহিনীর অত্যচার; অন্যদিকে, পুলিশের অত্যাচার চলছে। আমরা কোনটা সহ্য করে নির্বাচন করবো। আমাদের রাস্তাটা কী?’
শনিবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। প্রচারণাকালে সেগুন বাগিচা কাচাঁবাজারের সামনে তার প্রচারণায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাজারের সামনে একদল যুবক লাঠি, রড়, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে।সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও বলেন, প্রচারণা চালানোর আগে রাজধানীর শাহবাগ ও রমনা থানায় চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাগ থানা চিঠি গ্রহণ করলেও রমনা থানায় চিঠি রাখেনি।হামলায় ৬০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, হামলার পর তার বাড়ি থেকে সাত জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। হামলায় আহত নেতাকর্মীরা চিকিৎসা নিতে গেলে রাজধানীর একটি হাসপাতাল থেকে দুজনকে আটক করে পুলিশ।