মুক্তিপণের দাবীতে রাজশাহী থেকে অপহরণের ১৫ দিন পর গাজীপুর থেকে এক গৃহবধূ উদ্ধার ॥

0
28

মুক্তিপণের দাবীতে এক গৃহবধূকে রাজশাহী হতে অপহরণের ১৫দিন পর বুধবার গাজীপুর হতে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এঘটনায় মূল অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ রুবেল হোসেন (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশেেনর ধীরাশ্রম এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। রুবেল পেশায় একজন গার্মেন্টস কর্মী।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাজশাহী জেলার দুর্গাপুর এলাকার মোঃ সোহরাব আলীর স্ত্রী মোসাঃ রওশন আরা বেগমকে (৩৭) গত ২৭ নবেম্বর কৌশলে অপহরণ করে গাজীপুরে নিয়ে আসে অপহরণকারীরা। পরদিন অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃতের ভাইয়ের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোহরাব বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় একটি বিকাশের দোকান থেকে মূল অপহরণকারী রুবেল হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় মৌচাক উকিল টাওয়ার এর ৫ম তলার একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানায় যে, সে পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার বোনের বাড়ি রাজশাহীর দুর্গাপুরের একই গ্রামে হওয়ায় মাঝে মধ্যে সেখানে যাতায়ত করত রুবেল। সেই সুবাদে তার সঙ্গে ভিকটিমের পরিচয় হলে মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here