ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টা, গুলিতে নিহত ১৪

0
0

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। এ সময় পুলিশ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৭ ডিসেম্বর) দেশটির সিয়ারার রাজ্যের মিলাগ্রেস শহরের প্রধান সড়কে অবস্থিত দু’টি ব্যাংকে ‘জিম্মিদশা’ তৈরির পর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ডাকাত দলের সদস্যরা মিলাগ্রেস শহরের নির্জন ওই সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ওই সড়কে অবস্থিত দু’টি ব্যাংকে ছয়জনকে ‘জিম্মি’ করে। খবরটি দ্রুত প্রশাসনের কানে পৌঁছলে উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ।

এ সময় পুলিশ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই শিশু ও ছয় জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হন।এ বিষয়ে রাজ্য গভর্নরের মুখপাত্র কেলিয়া জ্যাকোম বলেন, ডাকাতিতে অংশ নেওয়া ছয় ডাকাতই পুলিশের গুলিতে মারা গেছেন।এক বিবৃতিতে পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে দুই ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিটের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি ও বিস্ফোরক।তবে পুলিশের তৎপরতায় ডাকাতরা ব্যাংক থেকে কোনো অর্থ লুটে নিতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here