কোনো ধরনের চাপের মুখে নত হবেন না: ইসিকে আ.লীগ

0
0

কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার না করতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির সিদ্ধান্ত আসার আগে ইসিতে গিয়ে এই হুঁশিয়ারি দিয়ে আসে ক্ষমতাসীন দলটির একটি প্রতিনিধি দল।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।কারাবন্দি খালেদা জিয়ার আবেদনের শুনানির পর সিইসি নেতৃত্বাধীন আপিল কর্তৃপক্ষ বিকালে সিদ্ধান্ত দেওয়ার সময় ঠিক করে।তার ঠিক পরপরই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।খালেদার আপিল শুনানির বিষয়ে নানক সাংবাদিকদের বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

ইসিতে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট ও জামায়াত নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন। কোনো চাপের কাছে যেন নির্বাচন কমিশন নতি স্বীকার না করে, সেজন্য সতর্ক করে দিয়েছি আমরা।বিএনপি অভিযোগ করে আসছে, ইসি সরকারের ইঙ্গিতে কাজ করছে। নানক বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। সে বিষয়ে আমরা বলেছি যে, বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী হয়ে গিয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোয়নবঞ্চিতদের যে বিক্ষোভ চলছে, সেটা মনোনয়ন বাণিজ্যের বিক্ষোভ। কাজেই এ মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে যারা ব্যর্থ হযেছেন, তারা শাক-দিয়ে-মাছ ঢাকার জন্য নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা নির্বাচবন কমিশনকে সতর্ক হওয়ার জন্য বলেছি। দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, সরকারের চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। সেই সরকার শেখ হাসিনার সরকার নয়।শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী। কাজেই শেখ হাসিনার সরকার আজকের নির্বাচনকালীন সরকার-নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।আজকে মহাজোটের দলীয় বা জোটের মনোয়নের চূড়ান্ত তালিকা ইসিতে দেওয়া কথা ছিল।সেই তালিকা আজকে দিয়ে গেলেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তালিকা দেইনি।রোববার (০৯ ডিসেম্বর) নাগাদ তালিকা দেব। কোন দলের কয়জনকে মনোনয়ন দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, এটা যথাসময়ে নির্বাচন কমিশন দেওয়া হবে। তখনি আমরা জানাবো। একটু অপেক্ষা করেন। প্রার্থীদের তালিকা কি রিটার্নিং কর্মকর্তাকে আবার আলাদা করে দেবেন নাকি কমিশনেই দেবেন? জানতে চাইলে তিনি বলেন, না আমরা এখানেই দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here