আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জোটের অন্যতম শরীক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ৪০টি আসন। শুক্রবার এ তথ্য জানা গেছে। এছাড়া বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ৩টি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ৩টি, জাতীয় পার্টি (মঞ্জু) ২টি, তরিকত ফেডারেন ২টি এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে ১টি আসন।