চলে গেলেন ডিআইজি মোশাররফ হোসেন ভূঁঞা

0
0

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁঞা আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনস্-এ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

মোশাররফ হোসেন ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারি পুলিশ সুপার হিসেবে বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে সাতক্ষীরা, খুলনা ও মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি বরিশাল ও সিলেট রেঞ্জ, স্পেশাল ব্রাঞ্চ ও সিটি এসবিতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার কর্মদক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তিনি অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ পুলিশের প্রকাশনা ‘ডিটেকটিভ’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। মোশাররফ হোসেন ১৯৬০ সালে গাজীপুর জেলার সদর উপজেলার বড়দল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here