মাদারীপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবাহান গোলাপের নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে নছিমনে মাফলার পেঁচিয়ে ইমান হোসেন সরদার (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কালকিনি উপজেলার সূর্যমনি বাজারে এ দুর্ঘটনা ঘটলে রাতে চিকিৎসাধীন ইমান সরদার মারা যায়। সে উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল সরদারের ছেলে।
এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মিপুর বাজার থেকে ইমান সরদার নছিমন যোগে বাদ্যযন্ত্র নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবাহান গোলাপের নির্বাচনী সভায় যোদ দিতে সূর্যমনি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নছিমনের মেশিনের ফিতার সাথে ওই কিশোরের মাফলার পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাতে বলে মৃত্যু ঘোষনা করেন। নিহতের ভাবি রাজিয়া বেগম বলেন, ‘ইমান হোসেন মাদারীপুর পৌর শহরের একটি হোটেলে চাকুরি করতো। ড. গোলাপের নির্বাচনের সভায় যোগ দিতে নছিমনে গিয়েছিল। সেখানে নছিমনের ফিতায় সঙ্গে মাফলার পেঁচিয়ে ইমান মারা যায়।’
এ ব্যাপারে লক্ষ্মিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারী বলেন, ‘আমাদের নির্বাচনী অনুষ্ঠানে আসার সময় নছিমনে আনন্দ ফুর্তি করতে গিয়ে মাফলার পেঁচিয়ে ঈমাম সরদার মারা গেছে।’ তবে মাদারীপুর ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবাহান গোলাপের সাথে মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
সাবরীন জেরীন,মাদারীপুর প্রতিনিধি।