ইন্দোনেশিয়ায় গুলি করে ৩১ শ্রমিককে হত্যা

0
46

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে সেতু নির্মাণ প্রকল্পে বন্দুকধারীদের হামলায় ৩১ জন শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীদের চালানো এই হামলায় একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদী। এক বিবৃতিতে তিনি জানান, গত রোববার এনডুগা জেলার একটি পাহাড়ি গ্রামে একটি সরকারি সেতু নির্মাণ প্রকল্পে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই ২৪ জন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি আরও বলেন, ঘটনাস্থলের পাশে স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে পালিয়ে যায় প্রায় আটজন শ্রমিক। কিন্তু পরদিন অস্ত্রসহ একদল বিচ্ছিন্নতাবাদী ওই বাড়িতে হামলা চালায় এবং সাতজন শ্রমিককে হত্যা করে। শ্রমিকদের মধ্যে মাত্র একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান পুলিশের ওই মুখপাত্র। নিরাপত্তা বাহিনী ৩১ জনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে কিন্তু বন্দুকধারীরা এলাকাটি সুরক্ষিত করে ঘিরে রেখেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড প্রদেশ পাপুয়ায় সেতু নির্মাণ কাজে শ্রমিকদের সুলাওয়েসি দ্বীপ থেকে আনা হয়েছিলো। পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান বেশ শক্তিশালী, তারা প্রায় ৫০ বছর ধরে ইন্দোনেশিয়ার ওই অঞ্চলে শাসন করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here