ইতালিয়ান মাফিয়ার গডফাদার সেতিমো মিনিয়ো গ্রেপ্তার

0
56

ইতালিয়ান মাফিয়ার গডফাদার সেতিমো মিনিয়োকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিসিলিতে এক অভিযানে ৪৫ জন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে পুলিশি ওই অভিযানে ৮০ বছরের জুয়েলারি ব্যবসায়ী সেতিমোকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘন, অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। ধারণা করা হয়, এই বছর মে মাসে তাকে গডফাদার হিসেবে নির্বাচন করা হয়। সিসিলিয়ান মাফিয়া (ইতালিয়ান ভাষায়-কোসা নস্ট্রা) নিজেদের নেতৃত্ব পুনর্গঠনে কাজ করছে বলে প্রতিবেদনে আরও বলা হয়।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি পুলিশের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন। ইতালির সংবাদমাধ্যম লারেপুবলিকার অনুসারে, প্রসিকিউটর ফ্যালকনের নির্দেশে সেতিমোকে ১৯৮৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার পাঁচ বছর কারাদণ্ড হয়। পরে ২০০৬ সালে আবারও তিনি গ্রেপ্তার হন এবং ১১ বছর জেলে কাটান। আগের গডফাদার টটো রিনা তার নৃশংসতার জন্য কুখ্যাত ছিলেন। গত বছর নভেম্বর মাসে কারাগারে মারা যান টটো। এর পরই নতুন গডফাদার নির্বাচন করে নেতৃত্ব পুনর্গঠন করার চেষ্টা করছিল মাফিয়ারা। এদিকে বছর ধরে দেশটির মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ কঠোর অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here