মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণে রিটার্নিং অফিসারকে নির্দেশ

0
0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণে রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুলের কাদেরর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  একই সঙ্গে তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে এবং ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোট জয়নুল আবেদীন ও একে এম এহসানুর রহমান।

এহসানুর রহমান জানান, গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা দিতে গেলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। এক পর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সময় অতিবাহিত হয়েছে বলে তার মনোনয়নপত্র জমা নেয়নি রিটার্নিং অফিসার।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ১ ডিসেম্বর আমরা সিইসির কাছে মনোনয়নপত্র জমা দিয়ে আসি। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়নি। সে অবস্থায় আমরা হাইকোর্টে রিট করি।’ আদালত আজ এর শুনানি নিয়ে জেলা রিটার্নিং অফিসারকে মনোনয়নপত্র গ্রহণ করতে এ আদেশ দেন।

এর আগে গত বুধবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, তার লোকজন নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছেন। কিন্তু তা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মির্জা আব্বাসের লোকজন বিকেল ৫টার পরে এসেছেন, এ কারণে মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here