গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

0
103

গাজীপুর সদর থানায় একটি শ্রমিক পরিবহনবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সদর থানার ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুর হালডোবা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের তারাশ উপজেলার গুলটাবাজার এলাকার নাজিমউদ্দিন (৬০), একই এলাকার আব্দুস সামাদ (৫৫) ও রাতুল (১৮) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষীপুর এলাকার (অব.) সার্জেন্ট মিজানুর রহমান ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগীর বাগদি গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাজেদ (৩৮)। তারা প্রত্যেকেই লেগুনার যাত্রী ছিলেন। নিহতের মধ্যে নাজিম উদ্দিন, আব্দুস সামাদ ও রাতুল একই পরিবারের স্বজন।

তবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকার হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এএসআই) শহিদুল হক জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় একটি শ্রমিক পরিবহন গাড়ির সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here