সালাউদ্দিন কাদের পরিবারের কেউ ভোটে নেই

0
0

বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।একইসঙ্গে গিয়াস কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সামির চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

গিয়াস কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের ফাঁসির রায় কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান উপজেলার তিনটি আসনে একসময় চৌধুরী পরিবারের ব্যাপক প্রভাব ছিল।

তিনটি আসনে এই পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় নির্বাচিত হয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য হয়েছেন। কিন্তু এবার সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে এই নির্বাচনে প্রভাবশালী পরিবারটির কেউ ভোটের লড়াইয়ে থাকতে পারছেন না।রোববার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটানিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন গিয়াস কাদের চৌধুরী ও ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।চট্গ্রাম-৭ আসনে বিএনপির আরো দুই মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- আবুল হাসনাত ও আব্দুল হালিম। তবে একই আসনে টিকে আছেন বিএনপির আরেক নেতা শওকত আলী নূর এবং ২০ দলীয় জোটের শরিক এলডিপির নুরুল আমিন।চট্টগ্রাম-২ আসনে বিএনপি নেতা নুরী আরা ছাফা, আজিম উল্লাহ বাহার, ছালাহ উদ্দিন ও ডা. খুরশীদ জামিল চৌধুরীও মনোনয়নপত্র দাখিল করেছেন।আর চট্টগ্রাম-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে টিকে আছেন জসীম উদ্দিন সিকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here