পাবলিক নির্বাচনের মুডে, আন্দোলনে নয় : কাদের

0
0

যারা ১০ বছরে ১০ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি তাদের কাছ থেকে নির্বাচনের ২৫ দিন আগে আন্দোলনের ঘোষণা দুঃস্বপ্নের নামান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নেতা নির্বাচনে ব্যর্থ হয়ে নির্বাচনের আগেই হেরে গেছে বলেও মন্তব্য করেন কাদের।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল এবার কম। এরপরও যেসব সমস্যা আছে তা দ্রুত মিটে যাবে আশা করে কাদের বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে।ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশে এখন যে অবস্থা, একটু ভেবে দেখুন আওয়ামী লীগ এগিয়ে আছে। আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে মানুষ আরো নৌকার পক্ষে এগিয়ে আসবেন এবং এটা ক্রমেই স্পষ্ট হয়ে যাবে।

ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতা হলেও লন্ডন থেকে তাঁর মাথা কেটে দেওয়া হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচনের জন্য তাদের নেতা নির্বাচনে ব্যর্থ হয়ে নির্বাচনের আগেই হেরে গেছে।আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গুজবের ওপর নির্ভর করে রাজনীতি করে। তিনি এখন অন্ধকারে ঢিল ছুঁড়বেন, সেটা বিশ্বাস করতে হবে? কোথায় কে গ্রেপ্তার করল সেটা জানাতে হবে।এখন পল্টনের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, যারা ভায়োলেন্স করেছে তাদের গ্রেপ্তার তো করতেই হবে। এটা কি রাজনৈতিক হয়রানি? পাবলিক এখন নির্বাচন মুডে। জনগণ এখন আর আন্দোলনের মুডে নেই। ১০টা বছরে ১০টা মিনিটের জন্যও যারা রাস্তায় দাঁড়াতে পারেনি, তারা নির্বাচনের ২৫ দিন আগে আন্দোলন করবে এটা ভাবা দুঃস্বপ্নের নামান্তর।প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার এবং পরে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলে জানান দলের সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here