গাজীপুরের কালিয়াকৈরে রবিবার এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মর্জিনা ওরফে মজিরন(৭০)। তিনি কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের হযরত আলীর সন্তানরা স্বপরিবারে ঢাকায় থাকে। তার বিধবা স্ত্রী মর্জিনা একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাড়াটিয়াসহ প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাত করে কথাবার্তা বলতেন। রবিবার সকালে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন মর্জিনার ঘরে গিয়ে তার গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি বটি দা’ লাশের পাশ থেকে জব্দ করা হয়। নিহতের গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত ভাবে রাতে সিড়ির দরজা খুলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এ হত্যাকান্ড ঘটিয়েছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কাউকে বিকেল পর্যন্ত আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।