বরিশাল-১ আসনে নৌকার একক প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। ধানের শীষের প্রার্থী এম,জহির উদ্দিন স্বপন না ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এই নিয়ে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নৌকার একক প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)। ধানের শীষের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান কেন্দ্রের নির্দেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এই আসনে ১৯৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ-১৩ (বর্তমান বরিশাল-১) আসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাত সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হন। আব্দুর রব সেরনিয়াবাতের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদ হওয়ার পর তার জেষ্ট্য পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ ১৯৯১ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে পুনরায় এ আসন দিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তার প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব। ২০০১ সালে এই আসনে আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী এম.জহির উদ্দিন স্বপন। ওয়ান ইলেভেনের সময় দায়ের করা হয়রানী মূলক মামলা জটিলতায় ২০০৮ সালে আবুল হাসানাত আব্দুল্লাহ নির্বাচনে অংশগ্রহণ না করায় এ আসন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তার (হাসানাত) স্নেহভাজন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করায় স্থানীয় বিএনপি ও অংঙ্গসংগঠনের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কে হচ্ছে এই আসনে ধানের শীষের প্রার্থী সোবহান না স্বপন। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, এই আসনে যদি এম.জহির উদ্দিন স্বপনকে ধানের শীষের প্রার্থী করা হয় তাহলে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, আকন কুদ্দুসুর রহমান ও গাজী কামরুল ইসলাম সজল একট্রা হয়ে স্বপনের বিরুদ্ধে কাজ করবে। আবার যদি ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ধানের শীষের প্রার্থী করা হলে মনোনয়ন বঞ্চিত জহির উদ্দিন স্বপন ও তার সমর্থকরা এক হয়ে সোবহানের বিরুদ্ধে কাজ করবে। তাই সাধারন ভোটারদের দাবী এই আসনে বিএনপির শক্র বিএনপি কিন্তু আওয়ামীলীগ নয়। এ আসনে বর্তমান ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ২২০ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ১৭ জন পুরুষ ও ১ লাখ ২৮ হাজার ২০৩ জন নারী। ভোট কেন্দ্র রয়েছে ১শত ১৫টি।