গণগ্রেফতার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন: ঐক্যফ্রন্ট

0
0

প্রতিদিন গণহারে মনোনীত প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।গ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন যে প্রতিশ্র“তি দিয়েছিলেন,তা যেন বাস্তবায়ন করা হয়। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে জাতীয় ঐক্যফ্রন্ট বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতায় গেলে প্রয়োজনে সংবিধানে সংশোধনী এনে ঘাটতি দূর করা হবে।

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কেন করা হয়েছিল তা আমাদের সকলের মনে আছে। যারা ক্ষমতায় থাকে তারা সুষ্ঠু নির্বাচন হতে দেয় না।১৯৯৬ সালে আমাদের দাবির প্রেক্ষিতে বিএনপির নির্বাচন বাতিল করে, আমাদের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হলো। এই সরকার চালুর পর প্রথম এর সুফল পেলে আওয়ামী লীগ। তারা ২১ বছর পর ক্ষমতায় ফিরে এলো।২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে সবচেয়ে জোরালো বক্তব্য এলো। সুতরাং এটা কোনও বিতর্কিত বিষয় নয়।তিনি বলেন, যদি দেখি বা মনে করি জনমতের আলোকে সংবিধানের ঘাটতি পূরণ করতে প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন জনগণ যে মতামত দেবে সেই অনুযায়ী সংবিধানে সংশোধনী এনে ঘাটতি দূর করা হবে।ড. কামাল আরও বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে সবাই বললো নির্বাচন সুষ্ঠু হয়নি। সেই কারণে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হলো। সুতরাং আমরা যারা আজকে নির্বাচনে যাচ্ছি তারা বিশ্বাস করি জনগণ সব ক্ষমতার মালিক। যা কিছু হবে জনগণের মতামত নিয়ে। আমর আশা করি জনগণের সমর্থন পাবো। আর ক্ষমতায় গেলে সংবিধান যেসব প্রতিশ্র“তি দিয়েছে তা একশ’ভাগ পালন করতে হবে।

সংবিধানে রয়েছে মৌলিক গণতন্ত্র, কাজেই এ ব্যাপারে দ্বিমত করার কি সুযোগ আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও শাসনব্যবস্থা হবে গণতান্ত্রিক। এগুলোর মধ্যে তো আমাদের মূল কাঠামো। যার মধ্য থেকে আমরা রাজনীতি করতে চাই। জনগণ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। সকল পর্যায়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করবেন, তারা নির্বাচিত হবেন।কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে সবাই নির্বাচিত হবে। সেটা তো আমাদের সংবিধানে বলা আছে। অর্থাৎ আমাদের নতুন করে কোনও রাজনীতি করতে হবে না। সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করে রাজনীতি করি।তিনি আরও বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার সংবিধানকে সামনে রেখে তৈরি করা হচ্ছে। আগামী এক-দুই দিনের মধ্যে পেয়ে যাবেন।অবাধ সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। ভোটকেন্দ্রে সকাল সকাল উপস্থিত থেকে ভোট প্রয়োগ করতে হবে, অন্যকে ভোটদানে উৎসাহিত করতে হবে। মোটকথা সবাইকে সক্রিয়ভাবে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। কেউ যদি কোনও ধরনের প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে তা সংঘবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন তো নিজেই সংবিধান অমান্য করছে। সংবিধান তাদের যে দায়িত্ব দিয়েছে তা অগ্রাহ্য করা হচ্ছে। ফলে আপনাদের আমাদের দায়িত্ব হচ্ছে যে বা যিনি আইন অমান্য করবে তাদের ধরিয়ে দেওয়া।ভোটকেন্দ্রে প্রবেশ করতে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে, তবে কোনও ছবি কিংবা ভিডিও করা যাবে না বলে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে আমরা কোর্টে যেতে পারি।

নিজে নির্বাচন করছেন না, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, আদৌ নির্বাচন হয় কিনা আপনার (কামাল) প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতে রহস্যের ব্যাপার নয়, আবার নেতৃত্বে ঘাটতি আছে এসব ভুল ধারণা। আমার বয়স আশি বছর, বঙ্গবন্ধুর কেবিনেটের আমিই সর্বকনিষ্ঠ, বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ। তাছাড়া ২০০৮ সালের নির্বাচনেও আমাকে অংশ নিতে বলা হয়েছে, আমি অংশ নিইনি, তাই এবার নির্বাচনে অংশ নিচ্ছি না এটাই প্রথম সিদ্ধান্ত নয়। আর ষড়যন্ত্র শব্দটার ব্যবহার আমাদের ক্ষেত্রে কম। এটা যায় না।লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, দলীয় আনুগত্য ও ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করুন। আমি দেশের সমস্ত জনগণ এবং নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করবো সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য।

তিনি আরও বলেন,নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ সব কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে ওঠে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।ড. কামাল হোসেন বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। নির্বাচনের মাধ্যমে জনগণ দেশ ও সরকারের ওপর তাদের মালিকানা প্রতিষ্ঠা করে। নির্বাচনে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঐক্যফ্রন্টের সব দলই এ ব্যাপারে সচেতন। যাচাই-বাছাইয়ের পর দেশের সব আসনেই জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নির্ধারিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আশা করবো ড. কামাল হোসেনের এই সংবাদ সম্মেলনের পর থেকে সব ধরনের গ্রেফতার বন্ধ হবে। অন্যথায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নির্বাচনকে অর্থবহ করার জন্য কর্মসূচি দিতে বাধ্য হবো।জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় নেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। নতুন কার্যালয়ের ঠিকানা পুরানা পল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here