বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন কারাগারে

0
0

নরসিংদীতে বিস্ফোরক মামলায় বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনের মনোনয়ন পেয়েছেন খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন খায়রুল কবির খোকন। এ সময় বিচারক মো. আতাউল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খায়রুল কবির খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক।

রায় শেষে খায়রুল কবির খোকনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া জানান, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। আজ ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে যান তারা। তবে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। তিনি বলেন, ‘এ মামলার এজাহারের কোথাও তার নাম ছিল না। যেহেতু নির্বাচনে অংশ নেবেন সেহেতু তিনি এ মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here