বরগুনায় কোনঠাসা শম্ভু ঃ জাহাঙ্গীরের দখলে মাঠ

0
0

বরগুনা সদর আসনে এক চিঠিতে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের দুই প্রভাবশালী নেতা। একজন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আরেকজন হলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর কবির। এ দুই নেতার মনোনয়ন পাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা।

এদিকে এমপি শম্ভুর দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও দলীয় নেতাকমীদের অবমূল্যায়নের অভিযোগ এনে জাহাঙ্গীর কবিরের পক্ষে একাট্টা হয়েছেন এক সময়ের হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার সমর্থকরা। মনোনয়ন তালিকায় জাহাঙ্গীর কবিরের নাম আসার পর থেকেই জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেখানে অবস্থান নিয়েছে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা। অন্যদিকে জাহাঙ্গীর সমর্থক নেতাকমৃীদের চাপের মুখে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকতে পারেনি জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তাঁর নেতাকর্মীরা। তবে পশ্চিম বরগুনা এলাকায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান নিয়ে তাঁর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে শম্ভুসমর্থিত নেতা কর্মীরা।

এ বিষয়ে বরগুনা-০১ আসনের সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ আসনে এমপি শম্ভুর নজিবিহীন দুর্নীতি, দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং স্বেচ্ছাচারিতার কারণে সর্বস্তরের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। তিনি আারও বলেন, আলহাজ¦ জাহাঙ্গীর কবির সুদীর্ঘ ৫২ বছরের রাজনৈতিক জীবনে কখনও পথচ্যুত হননি। তিনি আরও বলেন, জনগন যখন স্থানীয় নেতৃত্বের পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে ঠিক তখন আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা সব কিছু বুঝে শুনেই আলহাজ¦ জাহাঙ্গীর কবিরকে মনোনয়ন দিয়েছেন। তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর যখন আলহাজ¦ জাহাঙ্গীর কবির বরগুনায় ফিরে আসেন তখন জনতার যে ঢল নেমেছিলো তা অবিশ^াষ্য। তিনি বলেন, তাদের সাথে জনগন রয়েছে। তাদের উপর জনগনের আস্থা রয়েছে। আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের পক্ষে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন এখন একাট্টা। সর্বস্তরের সাধারণ জনতাকে সাথে নিয়ে আলহাজ¦ জাহাঙ্গীর কবিরকে এ আসনে বিজয়ী করা সময়ের ব্যাপার মাত্র।

জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, জাহাঙ্গীর কবিরকে মনোনয়ন দেয়ায় বরগুনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনতা সন্তোষ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে তিনি বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি থাকায় তার এ মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীরাও। যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের সাথে একমত প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক, সাধারণ সম্পাদক তানভির হোসাইন, কৃষকলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক স্বপন।
এছাড়া আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের পক্ষে চুড়ান্ত মনোনয়ন দাবি করে বক্তব্য দিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা বরগুনা পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র অ্যাডভোকেট মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক জোমাদ্দার, বর্তমান সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে জেলা আ’লীগ সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে বক্তব্য দিয়েছেন শম্ভু সমর্থিত নেতাকর্মীরা। তাদের মধ্যে বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পত্রে এক নম্বরে অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নাম এবং দ্বিতীয় নম্বরে আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের নাম রয়েছে। নেত্রী সব কিছু অবগত রয়েছেন, তিনি যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই তাকে নিয়েই ভোটযুদ্ধে নামবো। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টুর এ বক্তব্যের সাথে একমত পোষণ করে একই বক্তব্য দিয়েছেন আমতলী পৌরসভার বর্তমান মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মতিযার রহমান এবং বরগুনা পৌরসভার বর্তমান মেয়র মোঃ শাহাদাৎ হোসেনসহ শম্ভু সমর্থিত নেতাকর্মীরা।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যৌথভাবে মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে যাকেই চুড়ান্ত করবেন তারা সবাই মিলে তার পক্ষেই কাজ করবেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগ সেক্রেটারি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর কবির বলেন, বরগুনার মানুষ পরিবর্তন চায়। জননেত্রী শেখ হাসিনা সব কিছু অবগত রয়েছেন। তিনি অবশ্যই সকলের জন্য যা কল্যানকর সেই সিদ্ধান্তই দেবেন।প্রসঙ্গত, এ আসনে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের ভেতরে রয়েছে এমপি শম্ভু বিরোধী শক্তিশালী জোট। বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে জেলা আওয়ামীলীগের সভাপতি থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পাঁচ বার। এমপি হয়েছেন চার বার। নৌপরিবহন উপমন্ত্রীও হয়েছেন একবার। সুদীর্ঘ বছর ধরে ক্ষমতায় থাকায় এমপি শম্ভু ও তার পুত্র সুনাম দেবনাথের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়নসহ বহু অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং মাদক বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকসহ সভাপতি শেখ হাসিনার কাছে অনিয়ম দুর্নীতির সুর্নির্দিষ্ট ২৪ দফা লিখিত অভিযোগ দাখিল করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এ অভিযোগের সাথে একাত্মতা প্রকাশ করে যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও। একই ধারাবাহিকতায় সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমপি শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ। এরপর বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামীলীগের সেক্রেটারী ওবায়দুল কাদের ২৭ সেপ্টেম্বর উভয় পক্ষকে ঢাকায় দলিয় কার্যালয়ে ডেকে দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকে কোন সমঝোতা না হওয়ায় সেক্রেটারী ওবায়দুল কাদের বলেন, বরগুনা-০১ আসনের সকল বিষয়ে ইতোমধ্যেই দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু অবগত রয়েছেন। তিনিই এ বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here